পত্রিকা খুলনায়, সম্পাদক ভোমরায় – দৈনিক সাতক্ষীরা সংবাদ

পত্রিকা খুলনায়, সম্পাদক ভোমরায়

লেখক/প্রতিবেদকঃ Ahadur Rahman Jony
প্রকাশঃ ডিসেম্বর ১৬, ২০২৪

স্টাফ রিপোর্টার: খুলনা থেকে প্রকাশিত (২০২৩ সাল থেকে বন্ধ) সাপ্তাহিক জনতার মিছিলের নাম ব্যবহার করে নানা অপকর্ম করে প্রকাশ্যেই ঘুরে ফিরছে সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কার্যকরী সদস্য ও আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর হোসেন। কখনো সাপ্তাহিকটির সম্পাদক প্রকাশক, কখনো প্রধান সম্পাদকসহ নানা ভূইফোঁড় কমিটির নানা পদে থেকে দাপিয়ে বেড়িয়েছে জাহাঙ্গীর। তবে ঘরজামাই থেকে একটি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকতা করে চলা জাহাঙ্গীর বর্তমান অর্ন্তরবর্তীকালীন সরকার পতনের আশায় মাঠ ছাড়েনি এখনো। সীমান্ত এলাকার চিহ্নিত চোরাকারবারিদের সাথে নিয়ে এখনো জেলা ব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে সে। তার বিচরণ সীমান্ত এলাকা ভোমরা ও স্থলবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টে। এছাড়াও সাংবাদিক সেজে সীমান্তে গরুত্বপূর্ণ পয়েন্টের গোপনীয় তথ্য একটি সংস্থার কাছে পাচারেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। স্থানীয় দৈনিক পত্রিকা অফিসের টি-বয় পোষ্টে সাময়িক চাকুরি নিয়ে তার পরিচয় হয় একটি চক্রের সাথে। সেই চক্রের সাথে মিলে বিভিন্ন স্থানে পত্রিকাটির বার্তা সম্পাদক পরিচয়ে নানা অপকর্ম করার অভিযোগে তিন মাস পরই চাকুরি থেকে বহিষ্কার করেন জাহাঙ্গীকে। পরবর্তীতে খুলনা থেকে মরহুম মোক্তার হোসেন কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক জনতার মিছিলের (পত্রিকাটি দীর্ঘ তিন বছর ধরে প্রকাশিত হয়না) নাম ব্যবহার করে সাতক্ষীরা থেকে গোপনে প্রিন্ট করে পত্রিকাটি প্রকাশ করতো টি-বয় জাহাঙ্গীর। পরে বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসনের নজরে আসলে সাতক্ষীরা থেকে পত্রিকাটির প্রকাশনা বন্ধ করা হয়। সংবাদ লিখতে না পারলেও টেনেটুনে ইন্টারমিডিয়েট পাশ টি-বয় জাহাঙ্গীর ভূয়া সম্পাদক পরিচয়ে জেলাব্যাপী চাঁদাবাজি করে বেড়াচ্ছে। বর্তমানে বীমা কোম্পানির এজেন্ট পরিচয়ে সাধারণ জনগনের মাঝে সরকার বিরোধী জনমত গঠনের কাজ করে চলেছে। সাপ্তাহিক জনতার মিছিল এখনও বন্ধ। পত্রিকাটির মালিকানা খুলনার হলেও কথিত সম্পাদক অবস্থান করে ভোমরায়। এজন্য সচেনতন সাংবাদিকদের কেউ কেউ বলে থাকেন‘ পত্রিকা খুলনায়, সম্পাদক ভোমরায়’। পতিত সৈরাচারী সরকারের কুশীলব জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনপ্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন নির্যাতিত আলীপুর ও ভোমরা ইউনিয়নবাসী। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কর্তৃক বিগত দিনে বিএনপি জামায়াত নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা, হয়রানি ও তার পান্ডাদের আমলনামার সন্ধানে মাঠে কাজ করছেন সাংবাদিকদের একটি টিম।