নূরনগর জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত – দৈনিক সাতক্ষীরা সংবাদ

নূরনগর জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুলাই ২, ২০২৫

পলাশ দেবনাথ, নূরনগর প্রতিনিধি॥ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগ এর আয়োজনে  নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা জুলাই )বিকাল ৫ টায়  ২ নং  ওয়ার্ড রামজীবনপুর একাদশ ও ৪ নং ওয়ার্ড হাজিপুর একাদশ দলের খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ২ -০গোলে দলকে পরাজিত করে রামজীবনপুর একাদশ চ্যাম্পিয়ন হওযার গৌরব অর্জন করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ফুটবল টুর্নামেন্টের ৪ নং নূরনগর ইউনিয়নের আমীর ডা: রুহুল আমিন এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাসানুল বান্না এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা। তিনি তার বক্তব্যে বলেন ৫ ই আগস্টের বিজয় লাভের পর একটি সুন্দর ও বসবাসযোগ্য দেশ তৈরিতে তরুণ এবং যুবকদের ভূমিকা পালন করতে হবে। দেশের যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং মাদক, সন্ত্রাস থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা দরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক এস এম ফজলুল হক, শ্যামনগর উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল, সহ-সভাপতি ডাঃ শেখ ইমাম হাসান,উপজেলা সূরা সদস্য মাওঃ আব্দুল মজিদ। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নায়েবে আমির মোঃ মজিবুর রহমান,বাইতুল মাল সম্পাদক আবুল হোসেন, অফিস সম্পাদক মোঃ আবুবক্কার, বিজ্ঞান তথ্য সম্পাদক গাজী নজরুল ইসলাম, প্রচার ও মিডিয়ার সম্পাদক ফারুক হোসেন,ইউনিয়ন জামায়াতের পেশাজীবের সংগঠনের সভাপতি প্রভাষক ডাঃ আব্দুল্লাহ ইবনে ওয়াজেদ, সেক্রেটারির রাশিদুল ইসলাম, ওলামা বিভাগের সহ-সভাপতি মাওঃ  আব্দুল হান্নান ,ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ হাসানুল বান্না, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারি রাজু আহমেদ, শ্রমিক কল্যাণের সভাপতি নূর আলম,সেক্রেটারি মোঃ আশরাফ হোসেন,ইউনিয়ন ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি হক সাহেব।ইউনিয়ান মিডিয়া প্রতিনিধি আবু হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।