নিসাঙ্কা-চান্দিমালের ‘সেঞ্চুরি’, আরও একটা সেশন কাটল হতাশায় – দৈনিক সাতক্ষীরা সংবাদ

নিসাঙ্কা-চান্দিমালের ‘সেঞ্চুরি’, আরও একটা সেশন কাটল হতাশায়

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৬, ২০২৫

ডেস্ক রিপোর্ট ॥ গলে তাও শেষ দিন পর্যন্ত দাপট ছিল বাংলাদেশের, লাগাম ছিল সফরকারীদের হাতে। তবে কলম্বোয় চলমান দ্বিতীয় টেস্টে পাত্তাই পাচ্ছে না দলটা। ২৪৭ রানে অলআউট হওয়ার পর শ্রীলংকান ব্যাটারদের আধিপত্য দেখছে এখন বাংলাদেশ। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটাও নাজমুল হোসেন শান্তর দল কাটাল হতাশায়। শ্রীলংকা ১ উইকেট খুইয়েই তুলে ফেলেছেন ১৯০ রান।

সেশনে বাংলাদেশ সাফল্য পেয়েছে একটা। ৮৮ রানে ভাঙে লঙ্কানদের ওপেনিং জুটি। ইনিংসের ২৪তম ওভারে তাইজুল এসেছিলেন আক্রমণে। তৃতীয় বলটায় ডিফেন্ড করতে চেয়েছিলেন ওপেনার লাহিরু উদারা। তবে হয়নি, তার ব্যাটে আসার আগে বলটা লেগে যায় তার প্যাডে। তাইজুল তাই তোলেন জোরালো এক আবেদন। সে আবেদনে অবশ্য সাড়া দেননি অভিষেক টেস্টে আম্পায়ারিংয়ে দাঁড়ানো প্রাগিথ রাম্বুকভেলা।তাইজুল তাই আবেদনের বিরুদ্ধে রিভিউ করার সিদ্ধান্ত নেন। রিভিউতে দেখা যায় বলটা উদারার ব্যাটে লাগার আগে লেগেছে প্যাডে। এরপর পিচিং, ইমপ্যাক্ট আর হিটিং, তিনটাতেই লাল বাতি জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে বাংলাদেশের ব্রেক থ্রুর বিষয়টা নিশ্চিত হয়ে যায়। লঙ্কানদের ওপেনিং জুটি ভাঙে ৮৮ রানে।বাংলাদেশ আরও একটা সাফল্য পাওয়ার খুব কাছে চলে গিয়েছিল। ইনিংসের ৩৭তম ওভারে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন চান্দিমাল। তাইজুলের আবেদনে আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ বাঁচিয়ে দেয় চান্দিমালকে। এর আগে পরে চান্দিমাল আর নিসাঙ্কা মিলে খুব একটা সুযোগ বাংলাদেশকে দেননি। দুজনের জুটি ইতোমধ্যেই সেঞ্চুরি পেরিয়ে গেছে। ১০২ রানের এই জুটিতে ভর করে লিড তো বটেই, ম্যাচের চালকের আসনে দারুণভাবে জাঁকিয়ে বসার পথেই আছে।