নিয়ামুল ইসলাম ধুনট (বগুড়া) প্রতিনিধি ॥ বগুড়ার ধুনটে চলমান এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় কেন্দ্রের সামনে ছাত্রদলের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও হেল্প ডেস্ক বসানো হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের নির্দেশনায় রবিবার সকালে ধুনট মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে নির্দিষ্ট দূরত্বে পরীক্ষার্থীদের মধ্যে ফাইল, কলম, স্কেল, মাস্ক, পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় পরীক্ষার্থীদের সাথে আসা অবিভাবকদের বিস্কুট ও পানি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট, রাসেল মাহমুদ, রবিউল ইসলাম রতন, ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, সহ সভাপতি রিহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান, ওমর ফারুক, ছাত্রদল নেতা মিথন ইসলাম, আতিক হাসান, হাসান মাহমুদ অপুর্ব, মাহমুদুল হাসান, রাতুল, জিহান, রিমান খান, শাকিল, রিয়াদ, প্লাবন, মিঠু আহমেদ, হৃদয় আহমেদ, বাবু আহমেদ, মোহন শেখ, মান্নান আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ছাত্রদল নেতা আলম হাসান বলেন, “শিক্ষার্থীদের চাপমুক্ত রাখা এবং প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। যতদিন এইচএসসি পরীক্ষা চলবে, ততদিন এই সেবা অব্যাহত থাকবে। শিক্ষার্থী ও অবিভাবকরা এই সেবায় খুশি হয়ে জানিয়েছেন, এমন উদ্যোগ তাদের চাপমুক্তভাবে পরীক্ষা দিতে সহায়তা করছে এবং আগামীতেও তারা এই ধরণের সেবা প্রত্যাশা করেন। এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরাও ছাত্রদলের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।