ধুনটে নাশকতা মামলায় পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গেস্খপ্তার – দৈনিক সাতক্ষীরা সংবাদ

ধুনটে নাশকতা মামলায় পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গেস্খপ্তার

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৬, ২০২৫

স্টাফ রিপোর্টার॥ বগুড়ার ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলা মামলার এৎাহারভুক্ত আসামি জামাল উদ্দিন (৩৮) নামের এক শ্রমিক লীগ নেতাকে গেস্খপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৬ জুন সকালে ধুনট থানার পশ্চিম পাশের এশটি মহিলা মাদ্রাসার সামনে থেকে তাকে গেস্খপ্তার করা হয়। গেস্খপ্তারকৃত জামাল উদ্দিন পশ্চিম ভরনশাহী গ্রামের মোসরেম উদ্দিনের ছেলে ও পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারী সন্ধ্যা রাতে ধুনট শহরের শহিদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ ভাবে উপস্থিত হয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার লোকজন তাদের বাঁধা দেয়। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। অবস্থা বেগতিক ভেবে যুবদল নেতা ও তার লোকজন ঘঁনাস্থল ত্যাগ করে। এঘটনায় ১৯ ফেব্রুয়ারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অপ্সাত আরও ৬০-৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন যুবদল নেতা রিপন শেখ। ওই মামলার এৎাহার ভুক্ত আসামি ছিলেন জামাল উদ্দিন। মামলার পর থেকেই সে আÍগোপনে ছিলেন। পরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে পুলিশ তাকে গেস্খপ্তার করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।