ধুনটে জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি – দৈনিক সাতক্ষীরা সংবাদ

ধুনটে জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি

লেখক/প্রতিবেদকঃ Ahadur Rahman Jony
প্রকাশঃ ডিসেম্বর ১৬, ২০২৪

ধুনট, বগুড়া, প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায়  জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি।  মহান বিজয় দিবস উপলক্ষ্যে  ধুনটে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বিজয় র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় আর্দশ স্কুল গেট থেকে বিজয় র‍্যালি শুরু হয়। যা ধুনট বাজার ভিতর দিয়ে  ঘুরে ধুনট কেন্দ্রীয় মসজিদের  সামনে এসে সমাবেশে জড়ো হয় ও বক্তব্য দেন।

বিজয় র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ‘জামায়াত শিবির জনতা, গড়ে তোলা একতা’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘বাধা আসবে যেখানে, প্রতিরোধ সেখানে’, ‘ফ্যাসিবাদ নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’ সহ বিভিন্ন স্লোগানে প্রদর্শন করতে দেখা যায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম বলেনঃ একটি দল মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। ক্ষমতার মসনদে বসে তারা নানা ধরনের অন্যায় অপরাধ করেছে। বিরোধী মত দমনে এমন কোনো কাজ নেই, যা তারা করেনি। অসংখ্য নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং জেলে বন্দি রেখেছে। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাদের ক্ষমতার মসনদ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। যে স্বাধীনতা ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে এসেছে, সেটি যেকোনো মূল্যে রক্ষা করা হবে।

বিজয় র‍্যালিতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য রেজাউল করিম বাচ্চু।

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা সেক্রেটারি মাওলানা আঃ করিম, জামায়াতে ইসলামী ধুনট উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফিরোজ আহম্মেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আঃ ওহাব, কর্মপরিষদ সদস্য মাওলানা জহুরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য জিয়া রহমান সহ প্রমুখ।