দেবহাটার পারুলিয়ায় যৌথ পরিকল্পনা সভা – দৈনিক সাতক্ষীরা সংবাদ

দেবহাটার পারুলিয়ায় যৌথ পরিকল্পনা সভা

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ৩০, ২০২৫

স্টাফ রিপোর্টার॥ দেবহাটার পারুলিয়ায় সরকারি, বেসরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের নিয়ে যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) উপজেলার পারুলিয়া ইছামতী টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমএইচএ মইনুল হাসান। উপস্থিত ছিলেন এফপিআই সফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্যাহ গাজী, কমিউনিটি ক্লিনিকের এইচ এ বৃন্দ, সিভিও ওয়ার্কিং গ্রুপের সদস্য, সাংবাদিক সহ বিভিন্ন এনজিও সেক্টরের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে দেবহাটা উপজেলার ৪টি ইউনিয়ন দেবহাটা, কুলিয়া, পারুলিয়া, নওয়াপাড়ার কমিউনিটি ক্লিনিক গুলো থেকে এলাকার জনসাধারণের জন্য যে সকল সেবার সুযোগ আছে সেগুলো সম্পর্কে আলোচনা এবং সেবা/সুবিধার উন্নয়ন বাড়াতে যৌথ পরিকল্পনা প্রনয়ণ করা হয়। সেই সাথে সাথে সিভিও ওয়ার্কিং গ্রুপের সদস্যবৃন্দ ইউনিয়ন ভিক্তিক কার্যক্রম এর মনিটরিং স্ট্যান্ডার্ড সমূহ আলোচনা করা হয়। সবশেষে ২০২৪ এর যৌথ পরিকল্পনা গুলোর অর্জন সমূহ আলোচনা করা ও পরিকল্পনার অবশিষ্ট প্লানিং বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫ এ নতুন করে যৌথ পরিকল্পনা তৈরি করা হয়।