দেবহাটার পারুলিয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ – দৈনিক সাতক্ষীরা সংবাদ

দেবহাটার পারুলিয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুলাই ১, ২০২৫

দেবহাটা প্রতিনিধি॥ দেবহাটার পারুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) রাতে ওয়ার্ড জামায়াত অফিসে এ কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে ওয়ার্ড জামায়াতের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুস সামাদ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল ওয়াহেদ, ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন, সেক্রেটারী হাফেজ রফিকুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান, টিম সদস্য, নজরুল ইসলাম, ইউনিট সভাপতি মোশারাফ হোসেন, হাফেজ আরিফ বিল্লাহ সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা।