দেবহাটায় মুক্তিযোদ্ধা ওয়াজনবী সরদারের দাফন সম্পন্ন – দৈনিক সাতক্ষীরা সংবাদ

দেবহাটায় মুক্তিযোদ্ধা ওয়াজনবী সরদারের দাফন সম্পন্ন

লেখক/প্রতিবেদকঃ এম.এ মামুন
প্রকাশঃ জুন ৯, ২০২৫

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সদা হাস্যজ্বল প্রিয়মুখ বীর মুক্তিযোদ্ধা ওয়াজনবী সরদার মৃত্যুবরন করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা ওয়াজনবী সরদার উপজেলার সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের ভাই।

রবিবার দুপুরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় এবং সরকারি ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।