দেবহাটায় বিভিন্ন ক্যাগরীতে ২০ জনকে সম্মাননা প্রদান – দৈনিক সাতক্ষীরা সংবাদ

দেবহাটায় বিভিন্ন ক্যাগরীতে ২০ জনকে সম্মাননা প্রদান

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ৩০, ২০২৫

দেবহাটা প্রতিনিধি॥ দেবহাটা উপজেলার ২০ জন ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরীতে সম্মাননা প্রদান করেছে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)। সোমবার (৩০ জুন) বিকালে উপজেলার সখিপুরস্থ সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর উপজেলা কার্যালয়ে পিকেএসএফ এর সহযোগীতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী ও ফোকাল  পার্সন খান মো.শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋণ কর্মসূচি কালিগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান। অনুষ্ঠানে পারুলিয়া ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি ও পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মোর্শেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী আলমগীর হোসেন, সমৃদ্ধি কর্মসূচির সহকারী উপজেলা সমন্বয়কারী শেখ জহিরুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা শামীমা খাতুন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ৫ জন শ্রেষ্ঠ প্রবীণ, ১০ জন যুব, ৫ জন শ্রেষ্ঠ সন্তান ও ৫ জন শ্রেষ্ঠ মেন্টারকে সম্মাননা প্রদান করা হয়।