দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রথম দিন শেষ হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে দেবহাটা উপজেলার ইউপি সদস্য ও সদস্যাদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার (২০ মে) সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। দিনব্যাপি এ প্রশিক্ষণ প্রদান করেন দেবহাটা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান , উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান ও উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা। ১ম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণের নিয়ম নীতি, প্রশিক্ষণের উদ্দেশ্য এবং প্রশিক্ষণ পূর্ব মূল্যায়ন করা হয়। গ্রাম আদালত কি? গ্রাম আদালতের গঠন, গ্রাম আদালতের শক্তি, গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা তফসিলের প্রথম অংশে ফৌজদারী ও দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয় নিয়ে ভিডিও প্রদর্শনী ও প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়।