দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এ্যাডভোকেসী ইস্যু প্রনয়নের জন্য নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের আয়োজনে অনুষ্ঠিত এ্যাডভোকেসী ইস্যু প্রনয়নের জন্য নীতি সংলাপ সভায় রাইট টু গ্রো প্রোজেক্টের এ্যাডভোকেসী ও জেন্ডার বিষয়ক অফিসার উজ্জ্বল কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। উক্ত এ্যাডভোকেসী ইস্যু প্রনয়নের জন্য নীতি সংলাপ সভায় স্বাগত বক্তব্য ও নীতি সংলাপের উদ্দেশ্যে আলোচনা করেন রাইট টু গ্রো প্রোজেক্টের প্রজেক্ট ম্যানেজার জগম্ময় প্রজেশ বিশ্বাস। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন। এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সুশীল সমাজ সংগঠনের (সিএসও) সেক্রেটারি ও দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান সহ সিএসও, সিবিএ সহ প্রজেক্টের সকল গ্রুপের সদস্য, ক্ষুদ্র উদ্যোক্তারা এবং পাঁচ বছরের নিচে শিশুদের পিতা – মাতারা উপস্থিত ছিলেন। উক্ত নীতি সংলাপ সভায় দেবহাটা উপজেলায় রাইট টু গ্রো প্রজেক্ট যখন থাকবে না তখন ইউনিয়ন পরিষদের সাথে সিএসও এবং সিভিএ গ্রুপের সদস্যদের সমন্বয় করে চলমান কার্যক্রম কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হয় এবং উপজেলার অনুর্ধ্ব পাঁচ বছরের নিচের শিশুদের পুষ্টিমান বজায় রাখার জন্য কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়রা এবং সিএসও প্ল্যাটফর্মের সদস্যরা একমত পোষণ করেন।