দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ প্রদান করেছে রিটার্নিং অফিসার। বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ করা হয়। যার মধ্যে জগন্নাথপুর গ্রামের হোসেন আলীর ছেলে ও উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল তালা প্রতিক ও একই গ্রামের শামছুর রহমান সরদারের ছেলে কামরুল ইসলাম ফুটবল প্রতিক পেয়েছেন। প্রতীক বরাদ্দের পর উভয় প্রার্থী প্রচার-প্রচারনায় নেমেছেন।
এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী মাহামুদ হোসেন জানান, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের যাচাই-বাছাই শেষে আনিছুর রহমান বকুল তালা প্রতীক ও কামরুল ইসলাম ফুটবল প্রতীক পেয়েছেন। আগামী ২৭ জুলাই সকাল ৮টা হতে বিকাল ৪ টা পর্যন্ত হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ওয়ার্ডে মোট ভোটার আছে ২৩৭৭ জন, যার মধ্যে পুরুষ ১১৭৩ এবং নারী ভোটার আছে ১২০৪ জন।
উল্লেখ্য, নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান গত ৫ জুন তারিখে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পদটি শুন্য হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুযায়ী উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।