দুর্যোগের স্থায়ী আদেশাবলী বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনাসভা – দৈনিক সাতক্ষীরা সংবাদ

দুর্যোগের স্থায়ী আদেশাবলী বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনাসভা

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ৩০, ২০২৫

স্টাফ রিপোর্টার॥ সাতক্ষীরা সদর উপজেলায় যুব-নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় দুর্যোগের স্থায়ী আদেশাবলী (এসওডি) বিষয়ে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন-২০২৫) সকাল ১০ টায় সদর সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর গাভা সুমালের মোড় সংলগ্ন বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব-নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় দুর্যোগের স্থায়ী আদেশাবলী (এসওডি) বিষয়ে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত ছিলেন ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা রত্না রাণী সরকার, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহিদুজ্জামান ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। দুর্যোগের স্থায়ী আদেশাবলী (এসওডি) ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।  সভার উদ্দেশ্য ছিল ইউনয়িন দুর্যোগ ব্যবস্থাপনা কমটিরি সাথে সমন্বয় রেখে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমটিগিুলি আরও সক্রয়ি করা এবং যুবকদরে দুর্যোগ ব্যবস্থাপনায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া। ওয়ার্ড, ইউনয়িন এবং উপজলো দুর্যোগ ব্যবস্থাপনা কমটিগুলিতে তরুণদরে অর্ন্তভুক্তি করা। দুর্যোগের উপর স্থায়ী আদশে (এসওডি) সর্ম্পকে যুবকদরে মধ্যে ধারনা বৃদ্ধি করা। উপজলো ও ইউনয়িন র্দুযোগ ব্যবস্থাপনা কমটিরি মধ্যে আর সক্রয়িকরণ ও সমন্বয় বৃদ্ধি করা।

উপস্থিতিগন বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুর্যোগের স্থায়ী আদেশাবলী (এসওডি) দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এ ধরণের প্রোগ্রাম করলে আর ও ভাল হবে। প্রতিটি ওয়ার্ড পর্যায়ে এ ধরনের প্রোগ্রাম করে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপা কমিটিকে সক্রিয় করতে হবে। সাতক্ষীরা দুর্যোগ প্রবণ এলাকা এখানের মানুষকে অবশ্যই দুর্যোগ কালিন সময়ে নিজেদের সচেতন হতে হবে যুবদের প্রশিক্ষণের ব্যবস্থাপ করতে হবে। যুব সদস্যদের ওয়ার্ড  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে অর্ন্তভুক্ত করার আশ্বাস প্রদান করেন।