দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত – দৈনিক সাতক্ষীরা সংবাদ

দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২২, ২০২৫

এস কে সিরাজ, শ্যামনগর॥ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্পের একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়, বাস্তবায়নে নাগরিক উদ্যোগ, বাস্তবায়ন সহযোগিতায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা ও অর্থায়নে ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটি এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হলো দলিত নারী ও কিশোরীদের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরন তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি ও বেসরকারি মৌলিক পরিষেবায় অভিগম্যতা নিশ্চিত করা। দলিত নারী ও কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, আর্থ সামাজিক উন্নয়ন এবং আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে অন্তভূক্তিকরণের মাধ্যমে ক্ষমতায়ন।

এই বাস্তবতা পরিবর্তনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় যাতে তারা দলিত জনগোষ্ঠীর সমস্যাবলি সম্পর্কে সরাসরি অবগত হন এবং সমাধান মূলক পদক্ষেপ গ্রহণের সহায়ক ভূমিকা রাখতে পারেন। রমজাননগর ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজিত উক্ত সভায় উপস্থিত ছিলেন ওয়ান স্টপ ক্রাইসিস সেল শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রোগ্রাম অফিসার প্রণব বিশ্বাস, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো, রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আঃ হামিদ (লাল্টু) ইউপি সদস্য মিস্ত্রি মনোরঞ্জন, মোঃ আব্দুস সালাম ও মহিলা ইউপি সদস্য মোছা: আসমা খাতুন এছাড়াও আর উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ প্রধান কার্যালয়ের এ্যাডভোকেসি অফিসার মোহন রবিদাস ও নাগরিক উদ্যোগ শ্যামনগর প্রকল্প অফিসের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো, একাউন্স কর্মকর্তা অপু চৌকিদার, রমজাননগর ইউনিয়নের কমিউনিটি মবিলাইজার প্রণতি বালা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সিবিও সদস্য সভার মূল উদ্দেশ্য ছিল দলিত  দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্য দূর করা, সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার পথ খুঁজে বের করা। এবং দলিত জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করন সরকারিভাবে তাদের সেবা সুযোগ বৃদ্ধি করা। উক্ত মতবিনিময় সভায় সমাপনী বক্তব্যে রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আঃ হামিদ (লাল্টু) বলেন যে অত্র ইউনিয়ন পরিষদ সর্বদা এনজিওদের পাশে আছে এবং বলেন যে অত্র ইউনিয়নে পানির সমস্যা একটি বড় সমস্যা যদি আপনাদের মধ্যে কোন পানির সমস্যা থেকে থাকে তাহলে ইউনিয়ন পরিষদকে জানাবেন এবং তা সমাধানের চেষ্টা করব বলে আশ্বস্ত করেন এবং নাগরিক উদ্যোগকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য শেষ করেন।