তালা প্রতিনিধি॥ তালার শাহাজাতপুর গ্রামের হারুন গোলদার নামের এক ঘের ব্যবাসয়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এঘটনায় তালা থানায় দায়ের হওয়া মামলার আসামীরা প্রকাশ্যে মামলার বাদী ও তার পরিবারকে মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে বলা হয়েছে।
উপজেলার দক্ষিন শাহাজাতপুর গ্রামের হারুন গোলদার জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে গত ২৪ জুন রাত ৯টার দিকে একই গ্রামের জব্বার মোড়লের ছেলে রফিকুল মোড়ল এবং তার ছেলে মো. রনি মোড়ল হামলা চালিয়ে তাকে (হারুন গোলদার) কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তাকে উদ্ধার করতে এসে হারুন গোলদারের মামা জামাল মোড়ল এবং কন্যা শারমীন আক্তার গুরুতর আহত হয়। ঘটনায় আহত ৩জন তালা হাসপাতালে ভর্তি হন। এঘটনায় আহত হারুন গোলদারের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে গত ২৮ জুন তালা থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা (১১/২৫) দায়ের করেন। মামলার বাদী মনিরা বেগম জানান, মাদক সেবী রনি মোড়ল ও তার পিতা রফিকুল মোড়লের হামলায় গুরুতর আহত স্বামী হারুন গোলদার এখনও তালা হাসপাতালে চিকিৎসাধিন। মামলা দায়ের করার ১সপ্তাহ হলেও পুলিশ কোনও আসামীকে গ্রেফতার করতে পারেনি। এই মামলা দায়ের করার পর থেকে ক্ষিপ্ত হয়ে ওঠে দূর্বৃত্ত রনি ও তার পিতা রফিকুল মোড়ল। মামলার ২নং আসামী রফিকুল মোড়ল এরইমধ্যে বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে বাড়ি আসার পর থেকে মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে। মামলা না তুললে এবার আমাদের কুপিয়ে হত্যা করে লাশ গুম করবে বলে হুমকি দিচ্ছে। এঘটনায় চরম আতংকগ্রস্থ ভুক্তভোগী মনিরা বেগম ও তার পরিবার উর্দ্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।