মিজানুর রহমান, তালা॥ কৃষিই সম্মৃদ্ধি- স্লোগান সামনে রেখে এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর’র আয়োজনে, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায় কৃষক ও সংশ্লিষ্টদের অংশগ্রহনে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান’র সভাপতিত্বে কংগ্রেস-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর- খুলনা’র অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম এবং পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. মোসাদ্দেক হোসেন। রউপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. মহাসিন হোসেন’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব ডা. শেখ মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, খলিশখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী, তালা উপজেলা মডেল মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা তাওহিদুর রহমান, সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, আল মামুন, কৃষক আনসার উল্লাহ সরদার ও রেহেনা খাতুন প্রমুখ। এসময় বাংলাদেশ থেকে নিরাপদ ফসল বিশ্বব্যাপী রপ্তানি, গ্যাপ (গুড এগ্রিকালচার প্রাকটিস) তালিকাভুক্ত ৫টি ফল ও ১০টি শব্জির তালিকা প্রদর্শন, রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত শতভাগ আধুনিক এবং নিরাপদ ফসল চাষাবাদ, জলবায়ু পরিবর্তনজনিত সহনশীল কৃষি জাত উদ্ভাবন, জৈব সার ব্যবহার ও কৃষি হিমাগার স্থাপনের উপর আলোচনা হয়। কংগ্রেসে একাধিক স্টলের মাধ্যমে কৃষকদের উৎপাদিত গ্যাপ কৃষি পণ্য, বীজ, ফল ও চারার প্রদর্শন করা হয়। এসময় তালা উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক-কৃষাণী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।