তালায় দুর্যোগে নারী বান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত – দৈনিক সাতক্ষীরা সংবাদ

তালায় দুর্যোগে নারী বান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৪, ২০২৫

তালা প্রতিনিধি ॥ যুব নেতৃত্বে দুর্যোগে জরুরী পরিস্থিতিতে নারী বান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে তালায় দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসের সভা কক্ষে সংলাপ অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে, দাতা সংস্থা একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব  ও স্বাগত বক্তব্য রাখেন, সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, তালা থানার এএসআই (নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ডেক্স) কাজল আক্তার, নগরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিব প্রসাদ মন্ডল, ভুমিজ ফাউন্ডেশন সমন্বয়কারী অচিন্ত্য সাহা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী সুনন্দা ভদ্র, বঙ্গবন্ধু পেশা ভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আতাউর রহমান, ধানদিয়া কাটাখালী আইডিয়াল দাখিল মাদ্রাসার সুপার মো. মোসলেম আলী, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক গাজী জাহিদুর রহমান, দৈনিক সংবাদ’র সাংবাদিক জুলফিকার র্য়াহান ও গ্রীন ম্যানের স্বেচ্ছাসবেক মুশফিকুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন কপোতা¶ যুব সংঘের সদস্য ফিরোজা খাতুন, আশার আলো যুব সংঘের চয়ন কুমার দাশ ও ঐক্য যুব সংঘের আমির হামজা, ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ সুমন আচার্য্য, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দর কুমার বৈদ্য, ইয়ূথ ফেলো লিপি চৌধুরী সহ সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ ও যুব সদস্যবৃন্দ। সংলাপে প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের ল¶্য-উদ্দেশ্য ও কর্মসূচির প্রতিবেদন উপস্থাপন করেন, প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ)। সংলাপে- দুর্যোগের সময় ব্যবহৃত আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, বিদ্যুৎ-পানি নিশ্চিত রাখা, আশ্রয়কেন্দ্র/সাইক্লোন শেল্টার নারী বান্ধব করা, শিশুদের জন্য ব্রেষ্ট ফিডিং/মাতৃদুদ্ধ কর্নারের ব্যবস্থা করা, গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবার জন্য নারী ডাক্তার নিশ্চিত করা, শেল্টার ব্যবস্থাপনা কমিটিতে স্থানীয় যুবদের অন্তর্ভুক্ত করা, শেল্টার ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) সদস্যদের দুর্যোগ বিষয়ে প্রশি¶ণ প্রদান সহ কমিটিতে নারী সদস্য রাখার প্রস্তাবনা করা হয়।