তালা প্রতিনিধি ॥ তালায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ মৌসুমের রোপা আমন (উফসী জাত) ধান বীজ ও রাসায়নিক সার এবং ¶ুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ১১ টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন ও কৃষকের সাথে মতবিনিময় করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (নিরীক্ষা অধিশাখা) এস.এম আনছারুজ্জামান। তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। অনুষ্ঠান থেকে ১ হাজার ৮শ জন কৃষককে আমন ধান বীজ ও সার প্রদান এবং ১০০জনকে আম গাছের চারা প্রদান করা হয়। এরআগে তিনি উপজেলার কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে নারিকেল চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় তিনি কুমিরা ব্লকের পাট ফসলের ও সুভাষিনী ব্লকের আউশ ধানের মাঠ কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া জাতপুরে উত্তরণের কর্তৃক বাস্তবায়িত কৃষি প্লট পরিদর্শন করেন।