তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তালার মধ্য আটারই গ্রামে আমিনুর রহমান মোড়ল নামের এক আইনজীবী সহকারীকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই গ্রামের রায়হান আহম্মেদ টুটুল নামের এক ব্যক্তি আকষ্মিক হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করে। ঘটনায় অভিযুক্ত টুটুলের বিরুদ্ধে তালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলার আটারই গ্রামের সালেহা বেগম জানান, তার স্বামী আমিনুর রহমান মোড়ল’র সাথে একই গ্রামের মোজাম্মেল হক’র সাথে সাড়ে ৫শতক জমি নিয়ে বিরোধ রয়েছে। এনিয়ে মোজাম্মেল হক তার ছেলে রায়হান আহম্মেদ টুটুল এবং কামরুজ্জামান মুকুল বিভিন্ন সময়ে হামলা চালিয়ে মারপিট সহ হুমকি প্রদান করে। সালেহা বেগম জানান, বৃহস্পতিবার (২৬ জুন) সকালে আমার স্বামী আমিনুর রহমান বাড়ি থেকে বাজারে যাবার সময়ে পথিমধ্যে একা পেয়ে দূর্বৃত্ত রায়হান আহম্মেদ টুটুল আকষ্মিক হামলা চালায়। এসময় লোহার রড দিয়ে আমিনুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করার একপর্যায়ে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ঘটনায় গুরুতর আহত আমিনুর রহমানকে এদিন তালা হাসপাতালে ভর্তি করা হয়। আহত আমিনুর রহমান বিজ্ঞ আদালতে আইনজীবী সহকারী হিসেবে কর্মরত। হামলার ঘটনায় ভুক্তভোগীর ভাই মিজানুর রহমান বাদী হয়ে তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী আমিনুর রহমান জানান, রায়হান আহম্মেদ টুটুল নৌবাহিনীতে চাকুরি করার সুবাদে সে ছুটিতে এলাকায় এসে সাধারন ও নিরিহ মানুষদের উপর প্রভাব বিস্তার করে এবং মারপিট করে। ইতোপূর্বে গ্রামের একাধিক ব্যক্তি তার হামলা ও মারপিটের শিকার হয়েছে। এঘটনায় নিরিহ আমিনুর রহমান ও তার পরিবার উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।