তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য প্রধান শিক্ষক রেজাউল করীমের বিরুদ্ধে ভূয়া সার্টিফিকেটে চাকরি করার অভিযোগ – দৈনিক সাতক্ষীরা সংবাদ

তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য প্রধান শিক্ষক রেজাউল করীমের বিরুদ্ধে ভূয়া সার্টিফিকেটে চাকরি করার অভিযোগ

লেখক/প্রতিবেদকঃ Ahadur Rahman Jony
প্রকাশঃ জুলাই ৯, ২০২৪

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করীমের বিরুদ্ধে দূর্নীতি, নিয়োগ বাণিজ্য স্বজনপ্রীতিসহ ভূয়া সনদে চাকুরির অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্তে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করা হলেও তা আলোর মুখ দেখেনি। জেলা প্রশাসক বরাবর অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলের ব্যাংক একাউন্টে টাকা জমা হয় কিনা, ২০২২ সালের টাকা আত্মসাৎ হয়েছে কিনা, বিদ্যালয়ের কোন কার্যকরী অর্থ কমটি আছে কিনা, রিজার্ভ ফান্ডের টাকা ব্যাংক থেকে উত্তোলন হয়েছে কিনা দেখা হয়নি প্রধান শিক্ষক রেজাউল করীমের বিরুদ্ধে করা পূর্বের একটি অভিযোগে। এছাড়ও দেখা হয়নি স্বজন প্রীতির মাধ্যমে করা নিয়োগ কার্যক্রম, জাল সনদে চাকরি দেওয়াসহ তার নিজের এম পাশের সার্টিফিকেট যাচাই। অভিযোগ সূত্রে আও জানা যায়, দারুল আহসান ইউনিভার্সিটি থেকে এমএ পাশের সার্টিফিকেট ক্রয় করে তিনি প্রধান শিক্ষকের আসনটি অলংকৃত করেছেন। ফলে দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে প্রধান শিক্ষক রেজাউল করীম। অন্যদিকে, বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা ও বিদ্যালয়ের দোকানভাড়ার টাকা আত্মসাতের অভিযোগও আছে তার বিরুদ্ধে। এছাড়া মোটা টাকা গ্রহণ করে আকড়াখোলা মুকুন্দপুর দাখিল মাদ্রাসা থেকে ৮ম শ্রেনীর জাল সনদ সংগ্রহ করে ফরিদপুরের এক মহিলাকে চাকুরী দেয়ার অভিযোগ আছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এত অনিয়মের মধ্যে আবারও বিদ্যালয়ের অফিস সহকারি কাম হিসাবরক্ষক ও ল্যাব এসিসটেন্ট পদে নিয়োগের জন্য দৌড়ঝাঁপ করছেন।

এসব অভিযোগ অস্বীকার করে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করীম জানান, “এসকল অভিযোগ মিথ্যা। আমার প্রতিপক্ষরা আমাকে হয়রানির উদ্দেশ্যে এসকল অভিযোগ করে বেড়াচ্ছে।’