ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি – দৈনিক সাতক্ষীরা সংবাদ

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ৩০, ২০২৫

 ডেস্ক রিপোর্ট ॥ রোববার (২৯ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এই বদলি করা হয়।প্রথম আদেশে ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান, আজিজুর রহমান ও মো. মফিজ উদ্দিনকে যথাক্রমে খিলক্ষেত, আদাবর ও ওয়ারী থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) পদে বদলি করা হয়।

দ্বিতীয় আদেশে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানকে বদলি করা হয়েছে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে।ডিএমপির লাইনওআরের পরিদর্শক মো. আব্দুর রহিম মোল্লাকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে।নিরস্ত্র পুলিশ পরিদর্শক শেখ ফরিদ উদ্দীনকে বদলি করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগে।তৃতীয় আদেশে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানকে বদলি করে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে।