আকাশ হোসেন নিজস্ব প্রতিনিধি:- জোড়দিয়া গ্রামের মধ্যে রাস্তার ধার দিয়ে ড্রেনের কাজ উদ্বোধন করা হয়েছে। বর্ষাকালে গ্রামের পানি নিষ্কাশনের জন্য এ ড্রেন হচ্ছে। সোমবার সকাল সাড়ে ৮ টায় ফিংড়ীইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো লুৎফর রহমান উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের সভাপতি শেখ হাফিজুল হক, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম, জোড়দিয়া বায়তুল আতিক জামে মসজিদের সভাপতি শেখ আছাফুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল হক, ইউপি সদস্য মো আবু ছালেক, ৭ ওয়ার্ড কৃষকলীগ সহ-সভাপতি শেখ আব্দুল হান্নান, শেখ মতিউর রহমান মধু, শেখ সাদিকুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় চেয়ারম্যান মো লুৎফর রহমান বলেন, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামের মধ্যে জোড়দিয়া বায়তুল আতিক জামে মসজিদ হতে শেখ সাইফুল ইসলাম ছেপুলের পর্যন্ত ৮ শত ফুট ড্রেন করা হবে। এ ড্রেনের কাজ সমাপ্ত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে। উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করা হয়।##