কোয়ারেন্টাইন সনদ জটিলতায় আটকে গেল ২ লাখ ৩১ হাজার ডিম – দৈনিক সাতক্ষীরা সংবাদ

কোয়ারেন্টাইন সনদ জটিলতায় আটকে গেল ২ লাখ ৩১ হাজার ডিম

লেখক/প্রতিবেদকঃ Shah Alam
প্রকাশঃ নভেম্বর ৫, ২০২৪

যশোরের বেনাপোল স্থলবন্দরে মুরগির ২ লাখ ৩১ হাজার ডিমবোঝাই একটি ট্রাক আটকে রয়েছে। তিনটি রোগ পরীক্ষার কোয়ারেন্টাইন সনদপত্র না থাকায় পচনশীল এই পণ্যের চালান এখন বন্দরে পড়ে আছে।

পণ্যের নমুনা পরীক্ষা শেষে সনদপত্র বেনাপোল স্থলবন্দরে পৌঁছাতে কমপক্ষে পাঁচ দিন সময় লেগে যাবে। পণ্যের চালানটি বন্দরে আটকে থাকার জন্য প্রতিদিন মাশুল গুনতে হবে আমদানিকারক প্রতিষ্ঠানকে। এ রকম জটিলতার কারণে ডিম আমদানির আগ্রহ হারিয়ে ফেলার কথা জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।