কেশবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালি ও চারা বিতরণ – দৈনিক সাতক্ষীরা সংবাদ

কেশবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালি ও চারা বিতরণ

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৫, ২০২৫

কেশবপুর প্রতিনিধি ॥ যশোরের কেশবপুরে ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ এখনই সময়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ জুন) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা খাতুন প্রমুখ।