কেশবপুরে প্রধান শিক্ষক  আঃ সামাদের বিদায় সংবর্ধনা প্রদান – দৈনিক সাতক্ষীরা সংবাদ

কেশবপুরে প্রধান শিক্ষক  আঃ সামাদের বিদায় সংবর্ধনা প্রদান

লেখক/প্রতিবেদকঃ
প্রকাশঃ অক্টোবর ৩০, ২০২৩

রনি হোসেন, কেশবপুর :- কেশবপুর উপজেলার কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুস সামাদের অবসর জনিত বিদায় সংবর্ধনা ৩০ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা পল্লী দারিদ্রবিমোচন অফিসার জি এম মিজানুর রহমান, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হাসান, রাজনগর বি এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার ব্রম্ম, এস এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ ও নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সবুর।