কেশবপুর প্রতিনিধি॥ কেশবপুরে পুকুরের পানিতে ডুবে আলিমুল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি গ্রামে। পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাগরদত্তকাটি গ্রামের কামরুল মল্লিকের স্ত্রী বিকালে ঘরে ঘুমিয়ে থাকে, তখন তার ছেলে আলিমুল বাড়ির উঠানে হাঁটাহাটি করতে করতে বাড়ির আঙ্গিনায় একটি পুকুরে পড়ে যায়। একপর্যায়ে পরিবারের লোকজন দেখতে পায় পুকুরে কিছু একটা ভাসছে। তখন সেটি দেখতে গিয়ে দেখে পুকুরের পানিতে মৃত অবস্থায় ভাসছে শিশুটি। পানি থেকে মৃত অবস্থায় তখন ওই শিশুটিকে উদ্ধার করে। শিশুটির মৃত্যুতে এলাকাবাসী-সহ স্বজনদের আহাজারিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।