কালিগঞ্জে RAB এর র্অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ৩ – দৈনিক সাতক্ষীরা সংবাদ

কালিগঞ্জে RAB এর র্অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ৩

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৩, ২০২৫

স্টাফ রিপোর্টার॥ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় RAB এর  অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার  সকালে উপজেলার নলতা বাজারের সানি মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে RAB-৬ এর একটি চৌকস দল। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, ভারত থেকে অবৈধ পথে আসা ফেনসিডিল ঢাকায় পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে অভিযান চালানো হয়। অভিযানে সানি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে বস্তাভর্তি ৩৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে আটককৃতরা হলেন মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেন (৩৮), তিনি কালীগঞ্জ উপজেলার ব্রজপাটুলি গ্রামের বাসিন্দা; কেয়ারটেকার আব্দুল গফফার (৬২), তিনি খামারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে; এবং নৈশ প্রহরী অমল সরকার (৫৫), যিনি শীতলপুর গ্রামের রণজিৎ সরকারের ছেলে।

আটকদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় RAB এর  সদস্য ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।