শেখ আতিকুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি ॥ সাতক্ষীরার কালিগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে এক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।মঙ্গলবার (২৪ জুন ২০২৫) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের কালিগঞ্জ শাখার সভাপতি মনীন্দ্র নাথ হাজরা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। কর্মসূচিতে বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা মাহবুব আলম, আ. জলিল, আবু সাঈদ, মো. জালালুদ্দিন, মোস্তফা জামান, এশার আলী, সম্পাদিকা শেফালি খাতুন, যুগ্ম সম্পাদক আবু হাসান, সহ-সম্পাদক দেবব্রত, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, ক্যাশিয়ার নিপা প্রমুখ।বক্তারা বলেন, “স্বাস্থ্য সহকারীরা দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখলেও তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা ও ধারাবাহিক পদোন্নতি সময়ের দাবি। কর্মসূচিতে ‘আপনার শিশু, আপনার শিম্রাক—টিকা দিন’ স্লোগানে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর বার্তাও তুলে ধরা হয়। বক্তারা দ্রুত দাবি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে মেনে না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।