কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত – দৈনিক সাতক্ষীরা সংবাদ

কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৮, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি ॥ “ফুলের দেশে ফুলের মেলায় আমরা রঙিন ফুল,মানুষ গড়ার স্বপ্ন নিয়ে প্রত্যয় আইডিয়াল স্কুল “এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ প্রত্যায় আইডিয়ার স্কুলের আয়োজনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ৯ টায় প্রত্যয় আইডিয়াল স্কুলের হলরুমে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, হাম ও নাত, কবিতা আবৃতি, বিতর্ক প্রতিযোগিতা বাংলা ও ইংরেজি অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় সাংস্কৃতিক  প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ডিআরএম আইডিয়াল কলেজের অধ্যাপক মোঃ মহসিন আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ মাহমুদুর রহমান, ডাঃ মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ সাইফুল্লাহ, প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোঃ আজগর আলী, প্রত্যয় আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ বদরুজ্জামান, প্রত্যয় আইডিয়াল স্কুলের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রেজা, প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাওলানা মোঃ হাবিবুর রহমান, শিক্ষক মাওলানা মহিউদ্দিন, প্রত্যয় আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক শিশির কুমার সরকার ও শংকর কুমার ঘোষ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রত্যয় নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষার্থী  অভিভাবক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।