শেখ আতিকুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি ॥ সাতক্ষীরার কালীগঞ্জে নারী কৃষকদের অংশগ্রহণে এক বিশেষ বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে উন্নয়ন সংগঠন স্ট্রীট চাইল্ড’র আয়োজনে এবং বিন্দু নারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় এই কার্যক্রমটি বাস্তবায়ন হয়।
বুট ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসমিন উদ্দিন। সভাপতিত্ব করেন বিন্দু নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ মোফিজুর রহমান (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা), কল্যাণ ব্যানার্জি (স্টাফ রিপোর্টার, প্রথম আলো), গাজী আজিজুর রহমান (সভাপতি, সুশীলন) প্রমুখ। উপস্থিত ছিলেন স্ট্রীট চাইল্ড বাংলাদেশের কান্ট্রি লিড ইমতিয়াজ হৃদয়, আভাস-কেয়ার ফর উইমেন প্রকল্পের প্রকল্প ম্যানেজার মো. এনামুল হক, কোস্ট ফাউন্ডেশনের এডভোকেসি ও লিয়াজোঁ কো-অর্ডিনেটর মো. ইউনুস, এবং স্ট্রীট চাইল্ড-এর জেন্ডার অ্যান্ড সেইফগার্ডিং অফিসার। এছাড়াও বিন্দু ও আভাস সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুট ক্যাম্পে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা, তারালি, কুশুলিয়া ও চম্পাফুল ইউনিয়নের ২৫টি স্বনির্ভর দল থেকে ৩৫ জন নারী কৃষক অংশগ্রহণ করেন। এই কার্যক্রমে নারী কৃষকদের কৃষি দক্ষতা বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা অর্জন, টেকসই কৃষি চর্চা, উদ্ভাবনী চাষাবাদের ধারণা, আধুনিক কৃষি প্রযুক্তি, ডিজিটাল কৃষি ও স্মার্ট ফার্মিং সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি, জৈব ও পরিবেশবান্ধব কৃষি কৌশল শেখানো এবং ফলন বৃদ্ধির জন্য কার্যকর পরামর্শ প্রদান করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ নারী কৃষকদের জীবিকা উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।