কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে পরিচিত ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের বিস্তার রোধে বিশেষ অভিযানে ৯ শ” টি চারা ধ্বংস করা হয়েছে। রবিবার (২৯ জুন) সকাল ১১টায় মুকুন্দপুর সুমাইয়া নার্সারী ও নাঈম নিশান নার্সারী বাগানে উৎপাদিত ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ওয়াসিম উদ্দীন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় সরকার নির্ধারিত প্রতিটা চারা ৪ টাকা হারে মোট ৩৬ ‘শ’ টাকা ক্ষতিপূরণ হিসেবে নার্সারি মালিকদের প্রদান করা হয়। একইসঙ্গে তারা ভবিষ্যতে এসব পরিবেশ বিনাশী চারা উৎপাদন না করার অঙ্গীকার ব্যাক্ত করেন। উল্লেখ্য যে, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ মাটি ও পানির ভারসাম্যে বিরূপ প্রভাব ফেলে বলে কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই এদের উৎপাদন ও রোপণের বিরোধিতা করে আসছেন। এরই ধারাবাহিকতায় চৌমুহনী হাইস্কুল সংলগ্নে নজিবার রহমানের সুমাইয়া নার্সারি থেকে ও মাহবুব এর নার্সারি থেকে এসকল চারা বিনষ্ট করা হয়।