শেখ আতিকুর রহমান, কালিগঞ্জপ্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার ১১নং রতনপুর ইউনিয়নে দলের নেতাকর্মীকে সাথে নিয়ে লিফলেট বিতরণ করা হয়। বিতরণে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। এসময়ে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহমুদ হোসেন, ধলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস হাজী, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান, সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, সিনিঃযুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, আবুল হোসেন, ১নং সদস্য কালাম হোসেন সবুজ, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃযুগ্ন শাহাজান আলী, কালিগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জাকির, সোহাগ, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ডি আর এম ইউনাইটেড আইডিয়াল কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিয়ারজ, সদস্য সচিব রেদোয়ান, দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস আলী গাজী, রতনপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ফিরোজ হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ রতনপুর ইউনিয়ন বিএনপি ও অংগ্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।