কালিগঞ্জের বিষ্ণুপুরে মাদক ও সন্ত্রাস দমনে থানা পুলিশের সমাবেশ অনুষ্ঠিত – দৈনিক সাতক্ষীরা সংবাদ

কালিগঞ্জের বিষ্ণুপুরে মাদক ও সন্ত্রাস দমনে থানা পুলিশের সমাবেশ অনুষ্ঠিত

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৫, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি ॥ “বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের চৌমুহনী হাট চত্বরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহসহ যে কোন অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) বিকাল ৫ টায় উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি”র চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়নের দ্বায়িত্বরত এস আই রাজীব সরদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, ইউনিয়ন জামায়ের সেক্রেটারী ও দারুল উধূম চৌমুহনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারঃ) মাওলানা মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের হেলালী কাজলা গরীবুল্লাহ দাখিল মাদ্রাসার সুপার জামায়াত নেতা মাওঃ শওকত হোসেন, চৌমুহনী বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল কাদের, গ্রাম্য চিকিৎসক শ্যামল চন্দ্র ও অসিত কুমার মন্ডল। এসময়ে উপস্থিত ছিলেন গান্ধুলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রুহুল আমিন, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, সাবেক সেক্রেটারী কামরুজ্জামান হাবিব, ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ আব্দুল করিম, জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি শেখ আব্দুর রহিমসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শতশত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।