কলারোয়া আলিয়া মাদ্রাসায় ছাত্রশিবির’র পক্ষে আলীম পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা সামগ্রী বিতরণ – দৈনিক সাতক্ষীরা সংবাদ

কলারোয়া আলিয়া মাদ্রাসায় ছাত্রশিবির’র পক্ষে আলীম পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা সামগ্রী বিতরণ

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৬, ২০২৫

কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ  ছাত্রশিবির কলারোয়া আলিয়া মাদ্রাসা শাখা শিবিরের পক্ষ থেকে  আলীম পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত সকল পরীক্ষার্থীদের কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কলারোয়া আলিয়া মাদ্রাসা শাখা  ছাত্রশিবির’র সভাপতি মোঃ রমজান আলী(রাজু)’র নেতৃত্বে পরীক্ষার্থীদের মাঝে এ সব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণের সময় আরো উপস্তিত ছিলেন ছাত্র শিবির আলিয়া মাদ্রাসার শাখার সেক্রেটারী মোঃ আবু হোসাইন ,বায়তুল মাল সম্পাদক নুরুল মুক্তাদির,প্রকাশনা সমাপাদক আবু রায়হান,সাহিত্র সম্পাদক স্মেহতাসিন,নাজমুল ,শাহাদাত,আসাদুল্লাহ, অহিদুজ্জামান,জুবায়ের হোসেন,মোস্তাকিম বিল্লাহ,তামিম হাসান আবু হাসানসহ আরো অনেকে। এ বিষয় মাদ্রাসার অধ্যক্ষ(ভঅরপ্রাপ্ত) মাওঃ মোঃ আহম্মাদ আলী এ সকল উদ্দ্যোগ কে সাধুবাদ জানান।