মোঃ নাজির হোসেন স্টাফ রিপোর্টার ॥ কলারোয়া উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা-কলারোয়া সাতক্ষীরা – ০১ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসল্মী কলারোয়া উপজেলা শাখা আমীর মাওঃ মোঃ কামরুজ্জামান’র সভাপতিত্বে ০৫-০৭-২৫ ইং তারিখ বেলা ১ টার সময় কলারোয়া হোমিও প্যাথিক মেডিকেল কলেজে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং সাংবাদিকদের সাথে আগামী দিনের তালা-কলারোয়ার সার্বিক পরিকল্পনার বিষয় সাংবাদিকদের অবহিত করেন। তিনি আরো বলেন মহান আল্লাহর রহমতে আপনাদের এবং তালা- কলারোয়ার মানুষের সহযোগিতায় সংসদ সদস্য নির্বাচিত হলে জলাবদ্ধতার নিরশন সহ সার্বিক উন্নয়নের নিজে কে নিয়োজিত করবো। এ সময় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম(মুকুল),বাঙলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারী মাওঃ মোঃ ওসমান গনী বাংলাদেশ দৃনীতি দমন কমিশনের পরিচালক ডক্টর মোঃ মিজানুর ইসলাম খান (সেলিম)। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মাওঃ মোঃ আহমদ আলী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কলারোয়া আলিয়া মাদ্রাসা,মোঃ হাফিজুর রহমান, কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক ত্ওফিকুর রহমান( সনজু), মোঃ জুলফিক্কারুজ্জামান (জিল্লু) মোঃ সাজেদ আলী, মোঃ আরিফ মাহমুদ,মোঃ আতাউর রহমান,রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ, মোঃ মোস্তফা হোসেন বাবলু, মাওঃ মোঃ আসাদুজ্জামান ফারুকী, মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ), মোঃ নাজির হোসেন, মোঃ তাজউদ্দীন আহমেদ (রিপন), মোঃ গোলাম রসুল, রেজওনুল ইসলাম, এস এম ফারুক হোসেন। এ ছাড়াও সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সোহাগ, মোঃ তরিকুল ইসলাম সহ কলারোয়া প্রতিদিন ও কলারোয়া নিউজের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওঃ মোঃ শহিদুল ইসলাম সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখা।