এনবিআরের অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা – দৈনিক সাতক্ষীরা সংবাদ

এনবিআরের অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৬, ২০২৫

ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান অচলাবস্থার অবসানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে আন্দোলনরত ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। বৃহস্পতিবার বিকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলন থেকে ২৭ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের আলটিমেটাম দেওয়া হয়েছে। তা না হলে ২৮ জুন থেকে এনবিআরসহ সারা দেশের শুল্ক ও কর কার্যালয়ে লাগাতার ‘শাটডাউন’ কর্মসূচি শুরু হবে। এ ছাড়া ২৮ জুন সারা দেশ থেকে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, ‘বর্তমানে এনবিআরের সংস্কার ও কার্যকারিতা ফিরিয়ে আনতে চেয়ারম্যানের অপসারণ ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। প্রতিষ্ঠানটি কার্যত অচল হয়ে পড়েছে।’বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টা পর্যন্ত এনবিআর ভবনের প্রধান ফটকসহ সব প্রবেশপথ বন্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কর্মকর্তা-কর্মচারীদের বাইরে বের হওয়া বা ভেতরে প্রবেশু দুইটিই কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। ভবনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।এদিকে এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হওয়ায় রাজস্ব আদায় এবং বাজেট বাস্তবায়নে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। চলমান অচলাবস্থা দ্রুত নিরসনে সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ এখন সময়ের দাবি হয়ে উঠেছে।