এইচএসসিতে যশোর বোর্ডে ১৩৪ পরীক্ষার্থী পাচ্ছে অতিরিক্ত সময় – দৈনিক সাতক্ষীরা সংবাদ

এইচএসসিতে যশোর বোর্ডে ১৩৪ পরীক্ষার্থী পাচ্ছে অতিরিক্ত সময়

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৫, ২০২৫

শহিদ জয়,যশোর ॥ যশোর প্রতিনিধি: এইচএসসিতে যশোর শিক্ষা বোর্ডে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ১৩৪ পরীক্ষার্থী অতিরিক্ত সময় পাচ্ছে। এর মধ্যে ১৪ জন পরীক্ষার্থী শ্রুতিলেখকের মাধ্যমে অতিরিক্ত ২০ মিনিট ও ১২০ জন পরীক্ষার্থী শুধুমাত্র  অতিরিক্ত ৩০ মিনিট সময় পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের আবেদনের প্রেক্ষিতে বোর্ড থেকে তাদের শ্রুতিলেখক ও সময় বর্ধিতকরণের অনুমোদন দেয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আব্দুল মতিন  বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষাবোর্ডের ১৩৪ পরীক্ষার্থী অতিরিক্ত সময় পাচ্ছে। তারমধ্য ১৪ শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষা দেবে। শ্রুতিলেখকপ্রাপ্তরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাচ্ছে। আর বাকি ১২০ পরীক্ষার্থী শুধুমাত্র অতিরিক্ত ৩০ মিনিট সময় পাচ্ছে। তারা শ্রুতিলেখক পাবে না। শ্রুতিলেখকপ্রাপ্ত ১৪ জনের মধ্যে খুলনা রূপসা সরকারি কলেজের পরীক্ষার্থী মিনহাজুল আলমের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে খুলনা জিলা স্কুলের ১০ শ্রেণির ছাত্র মুশফিকুর রহমান, মাগুরার দারিয়াপুর কলেজের কলেজের পরীক্ষার্থী রাসেল বিশ্বাসের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে মাগুরা টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের  ৯ম শ্রেণির ছাত্র রসুল জোয়ার্দ্দার, নড়াইল মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের পরীক্ষার্থী বুখারী শেখের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে নড়াইল শাহবাগ ইউনাইটেড একাডেমীর ১০ম শ্রেণির ছাত্র ইব্রাহিম শেখ, খুলনা দৌলতপুর মুহসিন গার্লস কলেজের পরীক্ষার্থী ময়না খাতুন রুনার শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে খুলনা গায়ালখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী মিম আফসান পারভীন, খুলনা দৌলতপুর মুহসিন গার্লস কলেজের পরীক্ষার্থী ফিরোজা খাতুনের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে খুলনা গায়ালখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী লাবনী আক্তার রীমা, খুলনা দৌলতপুর মুহসিন গার্লস কলেজের পরীক্ষার্থী সোনিয়া খাতুনের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবেখুলনা গায়ালখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র হানিফ মৃধা, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের পরীক্ষার্থী নওশীন সাহেদের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার ফালগুনি, ঝিনাইদহ হরিণাকুন্ড সরকারি লালন শাহ কলেজের পরীক্ষার্থী ইমা আক্তারের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে ঝিনাইদহ হরিণাকুন্ড বলরামপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী সাবিহা খাতুন, সাতক্ষীরা তালা মহিলা মহাবিদ্যালয়ের পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বৃষ্টির শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সুমাইয়া ইয়াসমিন মিম, সাতক্ষীরা নলতা কাজী আলাউদ্দীন কলেজের পরীক্ষার্থী আহছান সাদিকের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে সাতক্ষীরা কালিগঞ্জ নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ফয়সাল আহছান, সাতক্ষীরা নলতা আহছানিয়া মিশন রেসিডেনসিয়াল পরীক্ষার্থী তাজিব আহমেদের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে সাতক্ষীরা কালিগঞ্জ নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সাদিকুল ইসলাম, খুলনা খান জাহান আলী আইডিয়াল কলেজের পরীক্ষার্থী হাসান হাবীবের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে খুলনা আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী বেবী অধরা,  কুষ্টিয়া কুমারখালী বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ কলেজের পরীক্ষার্থী এ. বি. এম. মাহিল ফয়সালের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে কুষ্টিয়া কুমারখালী পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র রবিঊল ইসলাম, খুলনা কলেজের পরীক্ষার্থী নাফিস তাহমিদের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে  খুলনা কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ইয়াসিন খাঁ।