ইরান থেকে ২৬ বাংলাদেশি আজ পাকিস্তানে পৌঁছাবেন: পররাষ্ট্র উপদেষ্টা – দৈনিক সাতক্ষীরা সংবাদ

ইরান থেকে ২৬ বাংলাদেশি আজ পাকিস্তানে পৌঁছাবেন: পররাষ্ট্র উপদেষ্টা

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৬, ২০২৫

ডেস্ক রিপোর্ট ॥ পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, ইরানে আটকে পড়া ২৬ জন বাংলাদেশি আজকের মধ্যেই পাকিস্তান  পৌঁছাবেন। সেখান থেকে করাচি হয়ে দেশে ফিরবেন।বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এসব  কথা বলেন।

ইরানে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরতের অগ্রগতি জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইরানে আটকে পড়া ২৬ জন বাংলাদেশি আজকের  মধ্যেই পাকিস্তান পৌঁছাবেন। সেখান থেকে করাচি হয়ে তারা দেশে ফিরবেন।তিনি বলেন, ইসরায়েল-ইরান সংঘাত যেহেতু এ মুহূর্তে থেমে গেছে। সেকারণেই অনেক বাংলাদেশি এখন ফিরতে আগ্রহী নন। তবে সংঘাতের শুরুতে অনেকেই যোগাযোগ করেছিলেন আসার জন্য, এখন সেই শঙ্কা কমে গেছে।তেহরান থেকে প্রথম  দফায় বুধবার সড়ক পথে  ২৬ জন বাংলাদেশি রওনা  দেন। এদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও সেখানে চিকিৎসা নিতে যাওয়া রোগী।  তারা বৃহস্পতিবার বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। সেখান থেকে করাচি আসবেন। করাচি থেকে দুবাই হয়ে  দেশে ফিরবেন।