ডেস্ক রিপোর্ট্ : ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় বাংলাদেশের উদ্বেগব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ। এই ধরনের পরিস্থিতি ইতোমধ্যেই নাজুক একটি অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ।
রোববার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ইরানে চলমান সংঘাত নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, যেকোন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে, এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করছে।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিরসনে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের জন্য বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, গঠনমূলক আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলাই দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র টেকসই পথ।ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, আজ তারা ইরানের চারটি অঞ্চলে ডজনখানেক বিমান হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা।
হামলা চালানো হয়েছে ইস্পাহান, বুশেহর, আহভাজ ও ইয়াজদে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ইয়াজদে চালানো হামলায় খোররামশাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুদামঘর ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে ইস্পাহান, বুশেহর ও আহভাজে হামলার লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কারখানা এবং একটি ড্রোন সংরক্ষণাগার।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, কিছু স্থানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে কর্মরত ইরানি সামরিক সদস্যদেরও শনাক্ত করে হত্যা করা হয়েছে।
এর আগে ইরানি সংবাদমাধ্যম জানায়, ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে।
একইসঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশেও একটি ‘জোরালো বিস্ফোরণ’ শোনা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এসব হামলার বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।