ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরায়েলি গ্রেপ্তার – দৈনিক সাতক্ষীরা সংবাদ

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরায়েলি গ্রেপ্তার

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৩, ২০২৫

ডেস্ক রিপোর্ট্ : ইসরায়েলের পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেত গত মাসে হাইফার এক বাসিন্দাকে ইরানের হয়ে গোয়েন্দাগিরির সন্দেহে গ্রেপ্তার করেছে। চলতি সপ্তাহের শেষের দিকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হতে পারে।

খবর টাইমস অব ইসরায়েলের।

পুলিশ ও শিন বেতের তথ্য অনুযায়ী, ২৮ বছর বয়সী দিমিত্রি কোহেন ইসরায়েলি নাগরিকদের ওপর নজরদারি চালিয়ে তাদের বাড়ি ও আশপাশের এলাকার ছবি তুলতেন এবং সেগুলো ইরানের এক এজেন্টের কাছে পাঠাতেন।

প্রতিটি কাজের জন্য তাকে ৫০০ ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং গোয়েন্দা তৎপরতা শুরুর পর থেকে তিনি ইতোমধ্যে কয়েক হাজার ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি পেয়েছেন। কোহেন এই কাজে আলাদা একটি ফোন ব্যবহার করতেন।

হিব্রু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোহেনের লক্ষ্যবস্তুর একজন ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র পুত্রবধূ হতে যাওয়া অ্যামিত ইয়ারদেনি। নেতানিয়াহুর ছেলে আভনের সঙ্গে গত সপ্তাহে তার বিয়ে করার কথা ছিল, কিন্তু ইরানের সঙ্গে সংঘাত শুরুর কারণে তাদের বিয়ে স্থগিত করা হয়েছে।

কোহেনকে গ্রেপ্তার করা হয় প্রায় এক মাস আগে, যুদ্ধ শুরুর আগেই। উপকূলীয় জেলার তদন্ত ও গোয়েন্দা বিভাগের পুলিশ সদস্যরা শিন বেতের সহযোগিতায় তাকে আটক করেন।

ওয়াইনেট জানিয়েছে, পুলিশ সম্প্রতি শ্যারন অঞ্চলের ১৯ বছর বয়সী এক তরুণকেও তেহরানের জন্য গুপ্তচরবৃত্তির সন্দেহে আটক করেছে। ধারণা করা হচ্ছে, ওই তরুণ যুদ্ধ চলাকালে ইরানের এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করে গোপন তথ্য সরবরাহ করেছেন।