ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সমাধান চায় যুক্তরাষ্ট্র: জে ডি ভ্যান্স – দৈনিক সাতক্ষীরা সংবাদ

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সমাধান চায় যুক্তরাষ্ট্র: জে ডি ভ্যান্স

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২২, ২০২৫

ডেস্ক রিপোর্ট্ : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচিতে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র তা উল্লেখযোগ্যভাবে পিছিয়ে দিতে পেরেছে। এখন দেশটি চায় কূটনৈতিক পথে এগোতে।

এনবিসি’র মিট দ্য প্রেস অনুষ্ঠানে ভ্যান্স বলেন, আমরা এই সংঘাত দীর্ঘায়িত করতে চাই না কিংবা এটিকে আর বড় করতে চাই না। আমাদের লক্ষ্য একটিই। আর তা হলো, ইরানের পরমাণু কর্মসূচির অবসান।

ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, আমরা ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে কথা বলতে চাই।

তবে এর বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এরইমধ্যে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই হামলা যেকোনো কূটনৈতিক সম্ভাবনাকে ‘নষ্ট করে দিয়েছে’।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানে গত রাতের বিমান হামলা ছিল দেশটির পরমাণু সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে চালানো একটি পরিকল্পিত অভিযান।

পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি দাবি করেন, এই হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে কার্যত ধ্বংস করে দিয়েছে।

১৩ জুন প্রথমে ইরানে হামলা চালায় ইসরায়েল। পরে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এতদিন দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছিল। সবশেষ এই সংঘাতে যুক্ত হলো যুক্তরাষ্ট্র।