ইয়াসিন আরাফাত ড্যানিশ, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা শিক্ষা অফিসের অবসর প্রাপ্ত অফিস সহকারী সুপদ সরকার (৭০) শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। শুক্রবার দুপুর আড়াইটায় তিনি নিজ বাস ভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সুপদ সরকার ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন চিকিৎসক ও হাসপাতালে চিকিৎসা ও ব্যবস্থাপত্র নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার নিজ বাসভবনে পরলোকগমন করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ঊষা রানী সরকার, এক পুত্র সজল সরকার এবং তিন কন্যা প্রীতিতলতা সরকার, স্মৃতিলতা সরকার ও ভৃতিলতা সরকারসহ অসংখ্য আÍীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।এদিন রাতেই ধর্মীয় আচার-অনুষ্ঠান ও হিন্দু সনাতন রীতিনীতি অনুসারে বুধহাটা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।