আশাশুনি ছাত্র আন্দোলনের সাবেক দায়িত্বশীলদের সাথে জামায়াতের মতবিনিময় – দৈনিক সাতক্ষীরা সংবাদ

আশাশুনি ছাত্র আন্দোলনের সাবেক দায়িত্বশীলদের সাথে জামায়াতের মতবিনিময়

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৪, ২০২৫

আশাশুনি ব্যুরো ॥ আশাশুনিতে ছাত্র আন্দোলনের সাবেক দায়িত্বশীলদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৭ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মুরতাজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, সাবেক ছাত্রনেতা প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা জজ কোটের বিজ্ঞ আইনজীবী এড. আব্দুস সোবহান মুকুল। অন্যদের মধ্যে উপজেলা সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সহ সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, বাইতুলমাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, যুব বিভাগের উপজেলা সেক্রেটারী আজহারুল ইসলাম বক্তব্য রাখেন। সাবেক দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ মোঃ বিল্লাল হোসেন, মাওঃ ইউসুফ জামিল, আবুল বাশার প্রিন্স প্রমুখ।