আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুরে বসত ঘরের পাশদিয়ে ড্রেন কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। এব্যাপারে আদালতে মামলা (নং ২৭৯/২৫) দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানাগেছে, বাদী মুনছুর মোল্যার স্ত্রী রমেছা বেগম জানান, আসামী মোসলেম শেখের ছেলে শফিকুল, মান্নান শেখের ছেলে আলমগীর, মৃত তছির উদ্দীন শেখের ছেলে আঃ মালেক ও মৃত নেয়ামদ্দিন শেখের ছেলে আঃ মান্নানদের বাড়ি বাদীর বাড়ীর পাশে। আসামীরা তাদের বাড়ির ও জমির পানি সরানোর জায়গা থাকলেও সেখানে না সরিয়ে বাদীর বসতঘরের পাশ দিয়ে সরানোর ষড়যন্ত্র করে। এবং গত ১৯ জুন সকাল ৮ টার দিকে ড্রেন কাটতে শুরু করে। নিষেধ করলে তারা লোহার রড, খোন্তা, কোদাল, সাবল নিয়ে বাদীপক্ষের উপর হামলা চালায়। তাদের হামলায় বাদীরা নিলাফোলা জখম, হাড়ভাঙ্গা জখম হয়। বাদীদের শ্বাস রোধ করে হত্যার চেষ্টা এবং বাদীকে চুলির মুঠো ধরে মারপিট, বেআব্রু, শ্লীলতাহানি, শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, স্বর্ণের দুল ছিনিয়ে নেয়, প্রচন্ড আঘাত করলে বাদির একটি দাঁত ভেঙ্গে উপড়ে যায়। ১নং স্বাক্ষীর মাথায় আঘাত করলে জ্ঞান হারিয়ে পড়ে যায়। বাদী ও কতক স্বাক্ষীদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে আগামীতে ড্রেন কাটায় বাধা দিলে খুনজখমের হুমকী দিয়ে আসামীরা চলে যায়। গুরুতর আহত বাদী ও তার স্বামী মুনছুরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে বিজ্ঞ আমলী ০৮ নং আদালতে ২৭৯/২৫ নং মামলা রুজু করা হয়েছে। বিজ্ঞ আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। আসামীরা বাদী পক্ষকে নানা ভাবে হুমকী ধামকী দিয়ে চলছে।