আশাশুনি প্রতিনিধি॥ আশাশুনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে গৃহ মঞ্জরী বাবদ ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় আশাশুনি উপজেলার সকল ইউনিয়নে অসহায় মানুষদের ২০২৪-২৫ অর্থ বছরে গৃহ মঞ্জরী বাবদ এই সহায়তা প্রদান করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তান দিক নির্দেশনায় উপজেলার ৪ টি বিদ্যালয়কে ২ বান করে ঢেউটিন ও ৬ হাজার করে টাকা বিতরন করা হয়। এছাড়া ৮২ অসহায় পরিবারকে ১ বান করে ঢেউটিন ও ৩ হাজার করে টাকা প্রদান করা হয়। উপজেলায় সর্বমোট ১৭২ বান ঢেউটিন ও ২ লক্ষ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বিতরণ কাজের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম।