আশাশুনিতে মাদ্রাসার তথ্য প্রেরনে জালিয়াতির অভিযোগ – দৈনিক সাতক্ষীরা সংবাদ

আশাশুনিতে মাদ্রাসার তথ্য প্রেরনে জালিয়াতির অভিযোগ

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৪, ২০২৫

আশাশুনি ব্যুরো ॥ আশাশুনি উপজেলার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তথ্য প্রেরনে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে তথ্য সংশোধনের আবেদন করেছেন প্রতিষ্ঠানটি। উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরন করা হয়। উপজেলার ৭টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তথ্য গত ১৮ মে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রেরন করে। যার স্মারক নং — ৭৬। যাতে নৈকাটি মাদ্রাসার কোড ব্যবহার করে প্রধান শিক্ষকের নাম মোঃ আব্দুর রহমানের স্থলে মোঃ আব্দুর রকিব ও মোবাইল নং ০১৭৮৯৫২০৮৬১ এর স্থলে ০১৭৬৪২৫১৩৪৫ লেখা হয়। ফলে মন্ত্রণালয় হতে গত ২৩ জুন পাঠানো পত্রে ভুল তথ্য সন্বিবেশিত করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান গত ২৪ জুন ইউএনও আশাশুনির মাধ্যমে মন্ত্রণালয়ে জালিয়াতি সংশোধনের আবেদন করেছেন।