আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে “প্লাস্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
রূপান্তর, বাংলাদেশ ন্যাজারীণ মিশন, ডিএসকে সহ বিভিন্ন এনজিওর সহযোগিতায় পরিষদ চত্বর হতে র্যালি বের করা হয়। র ্যালী শেষে গাছের চারা বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এসময় সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, এস আই ফিরোজ হোসেন, রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া, ন্যাজ্যারীণ মিশনের প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার, প্রকল্প কৃষিবিদ ইমরুল হাসান, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।