আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে উপজেলা প্রশাসন গ্রাম পুলিশ ও মহল্লাদারদের মাঝে পোষাক পরিচ্ছদ ও ব্যবহার্য দ্রব্যাদি বিতরন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত ১০০ জন গ্রাম পুলিশ ও মহল্লাদারদের মাঝে বিতরণ কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পুরুষ গ্রাম পুলিশদেরকে প্যান্ট, জুতা, বেল্ট, মোজা এবং নারী গ্রাম পুলিশদেরকে শাড়ি, ব্লাউজ, পেটিকোট প্রদান করা হয়।