আশাশুনিতে আওয়ামীলীগের অঙ্গসহযোগি সংগঠনের মিছিল ও প্রতিবাদ সভা – দৈনিক সাতক্ষীরা সংবাদ

আশাশুনিতে আওয়ামীলীগের অঙ্গসহযোগি সংগঠনের মিছিল ও প্রতিবাদ সভা

লেখক/প্রতিবেদকঃ
প্রকাশঃ অক্টোবর ৩০, ২০২৩

আকাশ হোসেন নিজস্ব প্রতিনিধি:- বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য এবং গণবিরোধী হরতালের প্রতিবাদে আশাশুনিতে আওয়ামীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় আশাশুনি সদরে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল শেষে প্রতিবাদ সভা ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। বনমালী দাসের সভাপতিত্বে ও এস এম সাহেব আলীর সঞ্চালনায় সভায়
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আসাদুল ইসলাম, রাশেদ সরোয়ার সেলি, বদিউজ্জামান মন্টু, রনজিত কুমার বৈদ্য, মহিতুর রহমান, অসীম বরণ চক্রবর্তী, আলমগীর হোসেন, নিরঞ্জন কুমার মন্ডল, মনোরঞ্জন মন্ডল, নাহিদুজ্জামান, হাবিবুর রহমান, রোজিনা পারভীন ময়না, মারুফ আক্তার, ময়না পারভীন, শিখা কবির, তারিকুল ইসলাম, আনন্দ অধিকারী, ফিরোজ আহম্মেদ উজ্জ্বল, আমিরুল ইসলাম, আশরাফুজ্জামান তাজ, মোতাহার হোসেন, রবিউল ইসলাম রবি, আক্তারুল ইসলাম, জাহিদ হোসেন, আরিফুজ্জামান সবুজ, মিজান, রানা, রাতুল, মিঠুন। প্রধান অতিথি চেয়ারম্যান হোসেনুজ্জামান বলেন, জন সমর্থন হারা বিএনপি সমাবেশের নামে আগুন সন্ত্রাস, হামলা, ভাংচুর, বিচারপতির বাস ভবনে হামলা, পুলিশ হত্যা, সাংবাদিকসহ নিরিহ মানুষের উপর হামলা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ক্ষমতা দখলের যে দিবা স্বপ্ন দেখছিল তা ব্যর্থ হয়ে গেছে। তারা নতুন করে ২০১৩-১৪ সালের মত পুরনো ধ্বংসাত্মক চরিত্র প্রদর্শণ করছে। তারা আবারও প্রমানিত করেছে যে সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। তাদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং আওয়ামীলীগের নেতাকর্মীকে জনগণকে সাথে নিয়ে তাদেরকে সন্ত্রাসসৃষ্টির জন্য পথে নামতে দেবেনা। তাদের আহবানে দেশব্যাপী হরতালকে জনগণ ধিক্কার জানিয়েছে। হরতাল সফল করতে ব্যর্থ হয়ে গাড়িতে অগ্নি সংযোগ করে দেশ ও মানুষকে ক্ষতি করে তারা প্রমানিত করেছে যে তারা দেশের কল্যাণ চায়না।